নিজস্ব সংবাদদাতাঃ– শুক্রবার সন্ধ্যায় অবশেষে টোপর মাথায় বিয়ের পিঁড়িতে বসলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রীতি নিয়ম মেনে শুভলগ্নে রিঙ্কু মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিজেপির এই দাপুটে নেতা। শুভ দৃষ্টির পর কনেকে পরালেন মালা। বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ।
৬০ পেরোনো দিলীপ ঘোষের কৌমার্য্য ভেঙে বিয়ে করা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়ায়। এই খবরেই সগরগরম ছিল সারাটা দিন। জানা গেছে প্রাতঃভ্রমণে ৫১ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পায়। বিজেপি নেতার ঘনিষ্ঠমহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ। তিন মাস সময় নিয়েছেন।পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ।
শুক্রবার দিলীপ ঘোষের কলকাতার নিউটাউনের বাড়িতে ঘরোয়া অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়েই চার হাত এক হল। অতিথি সংখ্যাও ছিল খুব সীমিত। কাছের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবরা। মেনুতেও ছিল খুব সাধারণ বাঙালি পদ। ভাত, ডাল, আলুর চিপস, পাঁচ মেশালি তরকারি, মাছের কালিয়া, রসগোল্লা ও আইস ক্রিম।
অন্যদিকে দিলীপ ঘোষের বিয়েতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের নেতারাও।





