নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চলল গুলি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শুক্রবার রাতের ওই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বরে। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, দিন তিনেক আগে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকার বাসিন্দা বছর ৬৮ বাসুদেব পাল বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। প্রথমে তাকে দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও শুক্রবার সকাল থেকে বাসুদেব বাবুর শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে বলে অভিযোগ রোগীর পরিজনের। এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগে ও কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে দেখা করার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও দুজনকে দেখা করার অনুমতি দেয়। কিন্তু অভিযোগ পরিবারের সকলে মিলে চিকিৎসকের সঙ্গে দেখা করার দাবিতে ফের বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের মধ্যে কেউ শূন্যে গুলি ছোঁড়ে। তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি দু রাউন্ড গুলি চলেছে। অন্যদিকে গুলি চলার খবর পেয়ে দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায়ের নেতৃত্বে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে বিক্ষোভকারীদের মধ্যে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে একিট আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেটির আদৌ কোন বৈধ লাইসেন্স রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।





