সংবাদদাতা,কাঁকসাঃ– লরির তলায় ঢুকে গেল বাইক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক ও তাঁর ভাইজি। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় কাঁকসার সিলামপুর এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় সিলামপুর গ্রামের বাসিন্দা শুভেন্দু মন্ডল কিছুদিন আগেই নতুন বাইক কিনেছেন। শনিবার বিকেলে সেই বাইকে করেই তিনি তাঁর ভাইজিকে নিয়ে পানাগড়ে বাজার করতে বেরিয়েছিলেন। সন্ধ্যার সময় বাজার করে বাড়ি ফেরার পথে ঘটে যায় দুর্ঘটনা। সিলামপুর গ্রামে ঢোকার মুখে দ্রুত গতিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বাইক লরির নিচে ঢুকে গেলেও সৌভাগ্যবশত শুভেন্দু ও তাঁর ভাইঝি রাস্তার ধারে ছিটকে পড়েন ও প্রাণে বেঁচে যান। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং বেপরোয়া ভাবে লরি চলাচল বন্ধ করার দাবি করে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা।
অন্যদিকে দুর্ঘটনার পরই লরি ছেড়ে চম্পট দেয় লরির চালক ও খালাসি। তাদের শাস্তির পাশাপাশি দুর্ঘটনার শিকার যুবককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





