নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– হিমোফিলিয়া দিবস উপলক্ষ্যে মহতী উদ্যোগ হিমোফিলিয়া সোসাইটি’র দুর্গাপুর শাখার। গত ১৭ই এপ্রিল ছিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। এই দিবসকে সামনে রেখে গত ২০ এপ্রিল হিমোফিলিয়া সোসাইটি দুর্গাপুর সিটি সেন্টার সোসাইটির নিজস্ব ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে এই মহতী শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৭ জন মহিলা সহ মোট ২৯ জন রক্তদাতা রক্ত দান করেন। শিবিরের রক্ত সংগ্রহ করে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল ব্লাড সেন্টার।
এই শিবির থেকেই বিশ্ব হিমোফিলিয়া দিবসের চিত্র অংকন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া হিমোফিলিয়া পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি শিবিরের সমস্ত রক্ত দাতাদের শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এবং প্রত্যেক রক্তদাতাকে এবং উপস্থিত অতিথিবর্গকে ধন্যবাদ জানান সংস্থার পক্ষ থেকে অজয় রায়।
এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক এস এস যাদব, কার্যকরী সদস্য সুব্রত দাম সহ বিশিষ্ট মানুষজন পস্থিত ছিলেন এবং রক্ত দান করেন।
দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস এদিন জানান,শহরের ব্লাডব্যাঙ্কগুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট অব্যাহত। এই পরিস্থিতিতে ছোট ছোট রক্তদান শিবির সংঘটিত করে সরকারি ব্লাড ব্যাঙ্ককে সচল রাখার জন্য সমাজের কাছে আবেদন জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, “মানবতার শ্রেষ্ঠ উপহার হল রক্তদান। আর এই উপহারের বিনিময়ে প্রাণ বাঁচানো সম্ভব। তাই রক্তদানে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাই।”
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ বিশ্বাস, সি এম ই আর আই ডাইরেক্টর ডক্টর মুর্মু, দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল ব্লাড সেন্টারের এম ও আই সি ডাক্তার করবি কুন্ডু, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, হিমোফিলিয়া সোসাইটি দুর্গাপুর চ্যাপ্টারের সম্পাদক অজয় রায় সহ বিশিষ্ট জনেরা।





