নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এসএসসি চাকরি দুর্নীতি থেকে রাজ্যে হিন্দুদের উপর অত্য়াচার সহ নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে সরব হয়েছে বিজেপি। জেলায় জেলায় চলছে বিক্ষোভ,আন্দোলন কর্মসূচি। সোমবার সেই কর্মসূচিতেই দুর্গাপুরে পথে নেমে সরব হলেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। প্রতিবাদ মিছিলের পাশাপাশি দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে দেখানো হয়।
এদিন সিটিসেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। সিটিসেন্টার এলাকা ঘুরে মিছিল শেষ হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে। সেখানে দপ্তর ঘোরাও করে চলে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ শেষে একাধিক দাবি দাওয়া নিয়ে মহকুমা শাসককে একটি স্মারকলিপিও জমা দেন বিজেপি নেতৃত্ব।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি জানান, রাজ্যে অশান্তি অরাজকতার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তাই তাঁর পদত্যাগ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন তথা ৩৫৬ ধারা জারি, রাজ্যে শান্তি ফেরানো সহ একাধিক দাবি জানিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে এইসব দাবির পাশাপাশি দুর্গাপুরের একাধিক সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে। যেমন ডিভিসির উচ্ছেদ অভিযান স্থগিত রাখা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, পুরনিগমের নির্বাচনের ব্যবস্থা করা, শাসক দল দুর্গাপুরের উন্নয়ন কাজে বাধা দিচ্ছে, বিধায়ক হিসেবে ২ কোটি ৪০ লক্ষ টাকার কাজ করার কথা থাকলেও তৃণমূলের বাধায় মাত্র ৬০ লক্ষ টাকার কাজ করা সম্ভব হয়েছে। এইসব নানা সমস্যার কথা জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে।
পাশাপাশি তিনি বলেন, “বাংলার এই অসময়ে কেউ রাস্তায় নেই। কোন আন্দোলন নেই। কোথায় বুদ্ধিজীবীরা, কোথায় কংগ্রেস, কোথায় সিপিএম। একমাত্র বিজেপি বাংলার জন্য পথে নেমে আন্দোলন চাসাচ্ছে, চালাবে।”
এদিনের এই কর্মসূচিতে লক্ষণ ঘোড়ুই ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়, জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল সহ জেলা বিজেপি নেতৃত্ব।





