নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তীব্র গরমে ঘেমে নেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে থানায় সামনে ঠাঁয় দাড়িয়ে প্রতিবাদ জানাল পড়ুয়ারা। সোমবার এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরের কোকওভেন থানা চত্বরে। স্কুলের বেদখল হয়ে যাওয়া জমি উচ্ছেদের দাবি জানিয়ে এই প্রতিবাদ বলে জানায় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক জানান, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ এক সময় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য চার একর জমি দিয়েছিল। সেই জমির আড়াই একরে স্কুল গড়ে ওঠে। দেড় একর জমি পড়ে থাকে। পরে সেই জমি দখল হয়ে যায়। বর্তমানে স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ও ভোকেশনাল কোর্সের জন্য বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু দখলদারদের জমি খালি করার কথা জানানো হলেও তারা কোন কথার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। এমনকি প্রশাসনিক দপ্তরগুলিতে অভিযোগ জানিয়েছেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি প্রধান শিক্ষকের।
পাশাপাশি প্রধান শিক্ষক বলেন, “আমরা কোক ওভেন থানায় অভিযোগ জানালাম। এরপরেও যদি কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো।” যদিও ডিপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে স্কুলের দাবি মতো কোনো রেকর্ড নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে বিষয়টির জন্য শাসক দলকে দায়ি করে সুর চরড়িয়েছে বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”দুই তৃণমূল নেতার লড়াই চলছে আর তার মাঝে পড়েছেন প্রধান শিক্ষক। আমরাও চাই স্কুলের সম্প্রচারণের জন্য স্কুলের জমি জবরদখলকারীদের সরানো হোক। যারা জমি দখল করে বসবাস করছেন তাদের বসবাসের জন্য অন্য জায়গায় জমি দেওয়া হোক কেন্দ্রীয় সরকার থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে।”
অন্যদিকে এদিনের পড়ুয়াদের প্রতিবাদে মানবিক মুখ দেখা গেল পুলিশের। কড়া রোদ ও দাবদাহ সহ্য করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া পড়ুয়াদের ঠান্ডা পানীয় দিয়ে তৃষ্ণা মেটানোর পাশাপাশি তাদের হাতে চকলেট তুলে দিতেও দেখা গেল পুলিশ কর্মীদের।





