সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরে ডুবে মৃত্যু হল দুই তরুণের। অল্পের জন্যে প্রাণে বাঁচে আরও চার জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরে ভুতনাথ মন্দিরের কাছে দামোদরে। মৃত দুই তরুণের নাম রমনদীপ মালোধারা (২০), বার্নপুরের নরসিংবাঁধ সাউ রোডের বাসিন্দা ও অমিত দাস (২১) নরসিংবাঁধ মিঠাই গলির বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায় সোমবার সকালে আসানসোল পুরনিগমের ৭৭ নম্বর ওয়ার্ডের বার্নপুরের নরসিংবাঁধ এলাকার ছয় বন্ধু মিলে বার্নপুরে ভুতনাথ মন্দির এলাকা ঘুরতে গিয়েছিল। দুপুরে সকলে দামোদরে স্নান করতে নামে। আচমকাই তাদের মধ্যে রমনদী ও অমিত নদীতে তলিয়ে যায়। বাকি চারজন কোনমতে নদী থেকে উঠে আসে। তাদের চিৎকারে আশপাশের এলাকার বাসিন্দা যারা স্নান করছিলেন তারা দৌড়ে যান ও হিরাপুর থানায় খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুপুর তিনটে নাগাদ দুজনকে দামোদর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
সোমবার বিকেলে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়। মৃতদের মধ্যে একজন এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় নরসিংবাঁধ এলাকায় শোকের ছায়া নেমে আসে।





