eaibanglai
Homeএই বাংলায়নামী কোম্পানির নকল নুন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা

নামী কোম্পানির নকল নুন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কুলটি ও হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের বেশ কিছু এলাকায় জাল নুনের কারবার চলছে বলে গোপনসুত্র খবর পেয়ে সোমবার আসানসোল দুর্গাপুর কমিশনারেটের  এনফর্সমেন্ট বিভাগ অভিযান চালাল। এদিন বার্নপুরের একটি দোকানে হানা দিয়ে নুনের প্যাকেট ও বস্তা বাজেয়াপ্ত করেন ইবি আধিকারিকরা। এদিনের অভিযানে তাঁদের সঙ্গে ছিল হিরাপুর থানার পুলিশ।

এ বিষয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক অঞ্জন কুমার দাসগুপ্ত বলেন, “আমাদের কাছে খবর আছে যে একটি নামী কোম্পানির নকল নুন তৈরি ও বাজারে বিক্রি করা হচ্ছে। এই দোকান থেকে নুনের প্যাকেট সহ বস্তা সিজ করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হবে। এর আগে কুলটি এলাকাতেও অভিযান চালানো হয়েছে।”

অন্যদিকে দোকান মালিক সঞ্জয় কুমার বার্নওয়াল জানান, এদিন ইবির আধিকারিক পরিচয়ে কয়েকজন তাঁর দোকানে হানা দেয় ও নুন পরীক্ষার জন্য নুনের বস্তা ও প্যাকেট সিজ করে নিয়ে যায়। তাঁরা সিজার তালিকা দিয়ে গেছেন। পরীক্ষায় যদি নুনের মান ঠিক থাকে তাহলে ওই নুন ফেরৎ দেওয়া হবে বলেও জানিয়েছেন অধিকারিকরা।

বিশেষজ্ঞদের মতে ব্র্যান্ডেড কোম্পানির নকল খাদ্য সামগ্রী গ্রহণ শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ নকল খাদ্য সামগ্রীতে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে যা খাদ্যে বিষক্রিয়া থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগ যেমন ক্যান্সার, হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এমনকি নকল বা ভেজাল দেওয়া খাবার গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। কিন্তু বাজারে প্রায়ই আসল পণ্য বা খাদ্য সামগ্রীর সঙ্গে নকল জিনিসও বিক্রি করা হয়। যা সাধারণ ক্রেতার পক্ষে চেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। যার জেরে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments