সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ তথা বাম জামানার মন্ত্রী বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করল দল। দলেরই মুর্শিদাবাদের এক নেত্রীকে সমাজমাধ্যমে নানা কুরুচিকর বার্তা পাঠানোর অভিযোগ ছিল প্রবীন বাম নেতার বিরুদ্ধে। তার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করে প্রাক্তন বাম সাংসদকে বহিষ্কারের পথে হাঁটল সিপিএম। শনিবার প্রায় মধ্যরাতে দলের নেতা এবং কর্মীদের কাছে বহিষ্কারের বার্তা পাঠানো হয়। জানানো হয় দল বিরোধী কাজ এবং একজন মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করার কারণে বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হল।
ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন বংশগোপাল চৌধুরী। বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন। আসানসোল আসন থেকে দু’বার সংসদও হন । পরবর্তী ক্ষেত্রে সিটু সঙ্গে যুক্ত হন। সিপিএমের রাজ্য কমিটির সদস্যও ছিলেন। এছাড়াও বর্ধমান পূর্ব জেলা কমিটির সিটুর জেলা সম্পাদক ছিলেন।
তবে আসানসোল, যেখানে বংশগোপাল চৌধুরী দীর্ঘদিন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করেছেন, সেখানে এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সিপিএম কর্মী, যারা বংশগোপাল চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন বা তাঁকে ঘনিষ্ঠভাবে চেনেন, এই অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বংশবাবু এমন কাজ কখনও করতে পারেন না। এটি দলের অভ্যন্তরীণ রাজনীতির ফল। তাঁকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এই সিদ্ধান্ত দলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তাঁদের মতে এর পিছনের আসল সত্য আগামী দিনে প্রকাশ্যে আসবে। আসানসোলের বাম কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়া গুঞ্জন এই ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে। যদিও এব্যাপারে বহিষ্কৃত সিপিএম নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





