eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে হদিশ চেন্নাই থেকে আসা দুষ্কৃতী দলের, গ্রেফতার ৩

দুর্গাপুরে হদিশ চেন্নাই থেকে আসা দুষ্কৃতী দলের, গ্রেফতার ৩

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। হদিশ মিলল চেন্নাই থেকে আসা একটি দুষ্কৃতী দলের। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে সোমবার মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩ টি ল্যাপটপ ৩৪ টি মোবাইল উদ্ধার হয়েছে।

জানা গেছে দীর্ঘ কয়েক মাস ধরেই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার, ল্যাপটপ ও দামী মোবাইল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তদন্তে নেমে দুর্গাপুরের কোকওভেন থানার লিলুয়া বাঁধ এলাকা থেকে তিন জনকে পাকড়াও করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃত তিনজন চেন্নাইয়ের বাসিন্দা। দুর্গাপুরে তারা ল্যাপটপ ও দামি মোবাইল চুরির ঘটনাগুলি ঘটাতো এবং পরবর্তীতে চেন্নাই ফিরে গিয়ে সেখানে মোবাইল ও ল্যাপটপ গুলি বিক্রি করে আবারো চুরির উদ্দেশে ফিরে আসত শহরে।

পুলিশের দাবি জেরায় তারা জানতে পারে ধৃতদের মধ্যে একজন বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত। সেই ছলে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহারকারীদের বাড়ি গুলি রেকি করে চিহ্নিত করে রাখত। তারপর মাঝরাতে ৩ সদস্যের দল বের হয়ে ওই সব বাড়ি থেকে কৌশলে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন চুরি করে নিত।

দীর্ঘদিন ধরে পুলিশ এই দুষ্কৃতী দলটির খোঁজ চালাচ্ছিল। অবশেষে পুলিশ জানতে পারে দুর্গাপুরে কাজ করার নাম করে লিলুয়াবাঁধ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে রয়েছে দুষ্কৃতী দলটি। রবিবার রাতে এলাকায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের হেফাজতে নিয়ে এই দুষ্কৃতী চক্রের আরও গতিবিধি নিয়ে জানারা চেষ্টা চালাবে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments