নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলা বছর ১৪৩১ -এর সর্বশেষ সন্ধ্যায়( ইং ১৪ ই এপ্রিল) দুর্গাপুর সুরপরিষদের উদ্যোগে নিবেদিত হল অত্যন্ত পরিচ্ছন্ন ও মনোজ্ঞ সঙ্গীতের আসর ‘একটি গানে তোমাকে চাই ‘। রবীন্দ্র সংগীত, অতুলপ্রসাদের গান,নজরুল গীতি, রাগপ্রধান,হারানো দিনের বাংলাগান, আধুনিক গান ইত্যাদির সংমিশ্রণে পরিবেশিত গানের আসর তারিয়ে তারিয়ে উপভোগ করলেন উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতাবৃন্দ- ইস্পাত নগরীর দয়ানন্দ রোডস্থ উপাসনা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠান শুরু হয়েছিল সুরপরিষদের শিক্ষার্থী ও সদস্যবৃন্দের সম্মেলক সংগীতের মাধ্যমে। এরপর সমগ্র অনুষ্ঠান সমৃদ্ধ হল বুদ্ধদেব সেনগুপ্ত, সুব্রত মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, আনন্দিতা রায়, মধুমিতা মিত্র, শম্ভুনাথ প্রামানিক, হেমন্ত মজুমদার, অর্ণব চট্টোপাধ্যায়, শুভম হালদার, দীনবন্ধু বালিয়াল,শম্পা কোনার, উত্তম লাহা,অশেষ মিত্র প্রমূখ শিল্পীদের অসাধারণ নিবেদনের মাধ্যমে। যন্ত্র সঙ্গীত সহযোগিতায় অনবদ্য ছিলেন বিশ্বায়ন রায়,বিথিন রায়, উদয় শঙ্কর বিশ্বাস, বুদ্ধদেব দাস, অরিজিৎ রায়,সত্যপ্রিয় দেব প্রমূখ। অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় ছিলেন সুরপরিষদের অধ্যক্ষা আনন্দিতা রায় এবং বিশ্বায়ন রায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবদাস সেন এবং প্রসূন চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সঙ্গীতাচার্য বিমল মিত্র, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌত্র এবং গল্পকার সৌম্যশংকর বন্দ্যোপাধ্যায়, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ ড: শর্মিষ্ঠা দাস, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রণয় রায় সহ আরো অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্ট শিল্পীদের সংবর্ধিত করা হয়।





