eaibanglai
Homeএই বাংলায়বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীদের হেনস্থার প্রতিবাদ দুর্গাপুরে

বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীদের হেনস্থার প্রতিবাদ দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ তাঁর জুনিয়র আইনজীবীদের হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন পশ্চিম বর্ধমান শাখার সদস্যরা। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্য আইনজীবীরা। তাঁদের অভিযোগ হেনস্থার ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ প্রশাসন থাকলেও তাঁরা কোনরকম কোন সাহায্য করেনি।

প্রসঙ্গত গত শুক্রবার, কলকাতা হাই কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। হাই কোর্টের সামনে চত্বরে ১৪৪ ধারা থাকায় বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। তার পরেই বিক্ষোভকারীরা সিটি সিভিল আদালতের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেখানে বিকাশরঞ্জন ভট্টাচার্যের দুই জুনিয়র ফিরদৌস শামিম এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বারের নীচে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা। অভিযোগ,সেখানে আইনজীবীদের জুতো দেখান বিক্ষোভকারীরা। এমনকি তাঁরা আইনজীবী ও কলকাতা হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেন বলেও অভিযোগ ওঠে। 

মঙ্গলবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা হাই কোর্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments