নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় নিন্দার ঝড় বিশ্ব জুড়ে। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। দেশজুড়ে চলছে প্রতিবাদ। বিভিন্ন সংগঠন পথে নেমে প্রতিবাদে সামিল হচ্ছে। দেশ তথা রাজ্যের পাশাপাশি শহর দুর্গাপুরেও চলছে ওই নারকীয় ঘটনার প্রতিবাদ।
মঙ্গলবার কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু সুরক্ষা মঞ্চ। দুর্গাপুরের এসবি মোড়ে চলে এই বিক্ষোভ কর্মসূচি। যেখানে সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে জঙ্গি হানার প্রতিবাদ করা হয়।
এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আজ বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভে নেমেছি। এইবার বদলা নেওয়ার সময়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তুলছি।”






