eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হল ‘মিডিয়া লিডারশিপ ওয়ার্কশপ’

আসানসোলে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হল ‘মিডিয়া লিডারশিপ ওয়ার্কশপ’

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে কর্পোরেশন ভবনের আলোচনা সভা কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হল ‘মিডিয়া লিডারশিপ ওয়ার্কশপ’। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ও পরিবেশ রক্ষার্থী সংগঠন ‘আসার’ সোশ্যাল ইম্প্যাক্টের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে বিশেষজ্ঞদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন ৫৭ জন সাংবাদিক ।

এই কর্মশালার মূল বিষয় ছিল,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে মিডিয়া কর্মীদের সক্রিয় অংশীদার ও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি। যাতে মিডিয়া কর্মী বা পেশাজীবীরা এই বিষয়ে সঠিক তথ্য পরিবেশন করে সুস্থ নগরজীবনের জন্য সমাজকে সচেতন ও উদ্দীপ্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আর এরজন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু মান, মানব স্বাস্থ্যের মধ্যে সম্পর্কগুলির গভীরতা সকলের সামনে তুলে ধরা হয় ও আলোচনা করা হয়। আলোচকদের অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন ও সাংবাদিক বন্ধুদের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল এদিনের কর্মশালা।

এদিনের ওয়ার্কশপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড: পার্থ সারথি দাস(সি এম ই আর আই),সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য(এই সময়),চিকিৎসক ডা: গৌতম মন্ডল (আসানসোল জেলা হাসপাতাল), অধ্যাপক সুরেশ পান্ডিয়ান ও অধ্যাপিকা মধুমিতা প্যাটেল (আইআইটি ধানবাদ), পম্পা চক্রবর্তী (আসার) এবং সৌরেন্দ্র ঘোষ (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসানসোল কর্পোরেশন। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আবু জাফর খান, সহকারী প্রকৌশলী (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) ও রমেশ কুমার, (ন্যাশনাল ক্লিন এয়ার প্রজেক্ট পরামর্শদাতা পিসিবি )ও বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments