সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে কর্পোরেশন ভবনের আলোচনা সভা কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হল ‘মিডিয়া লিডারশিপ ওয়ার্কশপ’। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ও পরিবেশ রক্ষার্থী সংগঠন ‘আসার’ সোশ্যাল ইম্প্যাক্টের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে বিশেষজ্ঞদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন ৫৭ জন সাংবাদিক ।
এই কর্মশালার মূল বিষয় ছিল,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে মিডিয়া কর্মীদের সক্রিয় অংশীদার ও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি। যাতে মিডিয়া কর্মী বা পেশাজীবীরা এই বিষয়ে সঠিক তথ্য পরিবেশন করে সুস্থ নগরজীবনের জন্য সমাজকে সচেতন ও উদ্দীপ্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আর এরজন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু মান, মানব স্বাস্থ্যের মধ্যে সম্পর্কগুলির গভীরতা সকলের সামনে তুলে ধরা হয় ও আলোচনা করা হয়। আলোচকদের অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন ও সাংবাদিক বন্ধুদের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল এদিনের কর্মশালা।
এদিনের ওয়ার্কশপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড: পার্থ সারথি দাস(সি এম ই আর আই),সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য(এই সময়),চিকিৎসক ডা: গৌতম মন্ডল (আসানসোল জেলা হাসপাতাল), অধ্যাপক সুরেশ পান্ডিয়ান ও অধ্যাপিকা মধুমিতা প্যাটেল (আইআইটি ধানবাদ), পম্পা চক্রবর্তী (আসার) এবং সৌরেন্দ্র ঘোষ (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসানসোল কর্পোরেশন। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আবু জাফর খান, সহকারী প্রকৌশলী (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) ও রমেশ কুমার, (ন্যাশনাল ক্লিন এয়ার প্রজেক্ট পরামর্শদাতা পিসিবি )ও বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ।





