eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে অনুষ্ঠিত হল রথযাত্রা উপলক্ষ্যে খুঁটি পুজো

দুর্গাপুরে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে অনুষ্ঠিত হল রথযাত্রা উপলক্ষ্যে খুঁটি পুজো

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ইসকন দুর্গাপুরের তত্ত্বাবধানে পবিত্র অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে রথযাত্রা উপলক্ষ্যে শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ির খুঁটি পুজো অনুষ্ঠিত হল দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোন স্থিত আকবর রোড ময়দানে। দুর্গাপুরের ইসকনের প্রধান সেবাইত ঔদার্য চন্দ্র দাসের সহোযগিতায় পুজো, অর্চনা, যজ্ঞ, ভজন কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় খুঁটি পুজোর অনুষ্ঠানটি।

প্রসঙ্গত বিগত ১৬ বছর ধরে ইসকন দুর্গাপুরের তত্ত্বাবধানে রথ যাত্রা উৎসবের আয়োজন করা হয় শহরে। আগে দুর্গাপুরের বিধাননগর, সিটিসেন্টার সহ একাধিক জায়গায় এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলেও গত কয়েক বছর ধরে এ-জোনের আকবর রোড ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে তৈরি করা হয় শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ পুরীর গুন্ডিচা মন্দিরের আদলে অস্থায়ী মাসির বাড়ি। দুর্গাপুর ইসকনের মন্দির থেকে রথে করে শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রারানী এই অস্থায়ী মাসির বাড়িতে পৌঁছন ও অবস্থান করেন।

এবছর আগামী ২৭ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব। চলবে ৫ জুলাই পর্যন্ত। দুর্গাপুরের ইসকনের প্রধান সেবাইত ঔদার্য চন্দ্র দাস জানান এবছর পুরীর মতো তিনটি আলাদা রথে করে দুর্গাপুরের ইসকনের মন্দির থেকে আকবর রোডের মেলা ময়দান স্থিত গুন্ডিচা মন্দিরে পৌঁছবেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মহারানী। এই সময় ভোর সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান- ভোগ, রাগ, আরতি, ভাগবত পাঠ, বিভিন্ন জায়গা থেকে সাধু মাহাত্মাদের আগমন,দর্শন, ধর্মীয় আলোচনা ইত্যাদি। সব মিলিয়ে এই কটা দিন দুর্গাপুর নীলচাল ক্ষেত্র হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেন তিনি। এই সময় প্রভু জগন্নাথ দেবের দর্শন ও আর্শীবাদ প্রাপ্ত হওয়ার জন্য ইসকনের পক্ষ থকে সমগ্র দুর্গাপুরবাসীকে আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments