নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ৩০ এপ্রিল প্রকাশিত হয়েছে সারা দেশের আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ফলাফল। যেখানে ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়ে রাজ্যের মধ্যে চতুর্থ ও জেলার মধ্যে প্রথম হয়েছে দুর্গাপুরের সায়ন্তান রায়। সায়ন্তনের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা থেকে এলাকাবাসী, স্কুল কর্তৃপক্ষ সকলে।
দুর্গাপুরের এই কৃতী পড়ুয়াকে অভিনন্দন জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই অভিনন্দন বার্তা ও পুষ্প স্তবক আগেই পৌঁছেছিল সায়ন্তনের বাড়িতে। শুক্রবার তাকে সংবর্ধনা দিতে তার দুর্গাপুরের চন্ডীদাস এভিনিউয়ের (টুসি/১০) আবাসনে পৌঁছে যায় বিজেপি নেতৃত্ব। মিষ্টি মুখ করিয়ে সায়ন্তনকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান বিজেপি নেতারা। তাঁদের মধ্যে ছিলেন বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিজিৎ দত্ত প্রমুখ। তাঁরা যে কোনো প্রয়োজনে আগামী দিনে সায়ন্তনের পাশে থাকার আশ্বাস দেন।
দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সায়ন্তন। আপাতত সাইন্স নিয়ে পড়াশুনা করে আইআইটি’তে যোগ দিতে চায় দুর্গাপুরের এই পড়ুয়া।





