সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গতকাল প্রকাশিত হয়েছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকায় স্থান পেয়েছে বিভিন্ন জেলার ৬৬ জন ছাত্রছাত্রী। কিন্তু গত কয়েক বছরের মতো এবছরও মেধা তালিকায় স্থান নেই পশ্চিম বর্ধমান জেলার। তবে জেলার নিরিখে সবচেয়ে ভালো করেছে আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুল। মধ্য শিক্ষা পর্ষদ থেকে জেলা ভিত্তিক সেরা দশের যে মেধা তালিকা প্রকাশ করেছে তাতে ১৮ জন পড়ুয়ার মধ্যে ১০ জনই আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র। জেলার সেরার তালিকাতেও যুগ্মভাবে প্রথম হয়েছে এই স্কুলের দুই ছাত্র, অভ্র রায় ও সৌমিক দে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।
আসানসোল রামকৃষ্ণ মিশনের সামগ্রিক ফলও চোখে পড়ার মতো। এবছর এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৯২ জন পরীক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে৯২ জনই। অর্থাৎ পাশের হার ১০০ শতাংশ।
এবার একনজরে দেখে নেওয়া যাক জেলার সেরা কারাঃ-
পশ্চিম বর্ধমান জেলার মধ্যে ৬৮৪ নম্বর পেয়ে যুগ্ম ভাবে প্রথম হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশনের অভ্র রায় ও সৌমিক দে। তাদের প্রাপ্ত নম্বর (৬৮৪)। এরপরে রয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশনেরই ধ্রুবজ্যোতি হাজরা (৬৮১), মানকর গার্লস হাইস্কুলের সুহানা লাহা ( ৬৮০), আসানসোল রামকৃষ্ণ মিশনের আর্য ঘোষ (৬৭৯ ), রামকৃষ্ণ মিশনেরই রাজদীপ পাত্র (৬৭৮) ও নীলার্ঘ্য সাঁধুখা (৬৭৮) এবং দুর্গাপুর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ মডেল হাইস্কুলের জাগৃতি অধিকারী (৬৭৮) আসানসোল রামকৃষ্ণ মিশনে রুদ্রনীল চক্রবর্তী (৬৭৭), দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলের প্রতিম মণ্ডল (৬৭৭), আসানসোল ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ী বিদ্যা মন্দিরের মাহিরা খাতুন (৬৭৬) , নূতন ডাঙ্গা হাইস্কুলের রাজশ্রী গোস্বামী ( ৬৭৬), আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ হাইস্কুল থৈবি মুখোপাধ্যায় (৬৭৪), দুর্গাপুর সুরেন্দ্র চন্দ্র মডেল হাই স্কুলের প্রিয়ম কেশ (৬৭৪), আসানসোল রামকৃষ্ণ মিশনের অনীক বন্দোপাধ্যায় (৬৭৩), আসানসোল রামকৃষ্ণ মিশনের উৎসব হাজরা (৬৭১) ও শেখ সাফি আলী ( ৬৭১) এবং আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুলের অর্ণেশ বিশ্বাস (৬৭১)।





