eaibanglai
Homeএই বাংলায়ওটিটি'তে আসছে ‘শেষ পারানির কড়ি’, গুরুত্বপূর্ণ ভূমিকায় জগন্নাথ চক্রবর্তী অরিজিৎ লাহিড়ী প্রমুখ

ওটিটি’তে আসছে ‘শেষ পারানির কড়ি’, গুরুত্বপূর্ণ ভূমিকায় জগন্নাথ চক্রবর্তী অরিজিৎ লাহিড়ী প্রমুখ

সঙ্গীতা চৌধুরীঃ- বর্তমানে বড় পর্দা, ছোটো পর্দার সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ও রীতিমতো জনপ্রিয়। মুনসি প্রেম চন্দ্রের গল্পের ছায়ায় দেবপ্রতীম দাশগুপ্ত পরিচালিত ছবি ‘শেষ পারানির কড়ি’ খুব শীঘ্রই আসছে কুট্টুস ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির অভিনয়ে রয়েছেন জগন্নাথ চক্রবর্তী, অরিজিৎ লাহিড়ী, দিগন্তিকা চৌধুরী প্রমুখ জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা।

একজন মানুষ লোভের শিকার হয়ে ঠিক কতটা নীচে নামতে পারে এবং মনুষ্যত্ব হারাতে পারে সেই নিয়েই এই ছবির গল্প। একটা মানুষ ঠিক কতটা নিম্নগামী হতে পারে? একজন মানুষ নিজের লাভের জন্য নিজের সুবিধের জন্য ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে এবং সর্বশেষ একজন নারীর স্যাক্রিফাইস নিয়েই এই গল্প। দেবব্রতীম দাশগুপ্তের পরিচালনা ও আসিত সেনের প্রযোজিত এই ছবি খুব শীঘ্রই কুট্টুস ওটিটিতে আসছে।

এই ছবিতে অভিনেতা অরিজিৎ লাহিড়ীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যাবে এবং এই ছবি আগামী দিনে প্রচুর মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে এমনটাই মনে করছেন দর্শকমহল থেকে শুরু করে অনুরাগীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments