eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে অল বেঙ্গল খো খো টুর্নামেন্ট

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে অল বেঙ্গল খো খো টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে অল বেঙ্গল খো খো টুর্নামেন্ট। পশ্চিম বর্ধমান জেলা খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টিল টাউনশিপের এ জোন স্থিত সেকেন্ডারি রোড ময়দানে আয়োজন করা হয়েছে “৩৬ তম আন্ত রাজ্য খো খো প্রতিযোগিতা”। আগামী ৯ মে উদ্বোধন হবে এই খো খো টুর্নামেন্টের, চলবে ১১ তারিখ পর্যন্ত। যেখানে রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে মোট ২৮টি দল অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ১৩ টি পুরুষ দল এবং ১৫টি মহিলা দল।

মেনস টিমের মধ্যে রয়েছে পুরুলিয়া,হাওড়া,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেন্ট্রাল কলকাতা,ইস্ট কলকাতা, দক্ষিণ কলকাতা, ঝাড়গ্রাম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, শিলিগুড়ি, মালদা। উইমেন টিমগুলির মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, ইস্ট কলকাতা, হাওড়া,সেন্ট্রাল কলকাতা, উত্তর ২৪পরগণা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, বীরভূম, নর্থ কলকাতা ও সাউথ কলকাতা ইত্যাদি।

প্রসঙ্গত উল্লেখ্য খো খো একটি সম্পূর্ণ ভারতীয় গ্রামীণ খেলা । এই খেলা পেশাদার প্রতিযোগিতা স্তরে প্রথম খেলা হয় মহারাট্রে ১৯৫৬ সালে। আস্তে আসে অন্য রাজ্যেও শুরু হয় এই খোলা। ১৯৭৩ সালে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দুর্গাপুরে প্রথম এই খো খো খেলার আয়োজন করা হয়েছিল, ষষ্ঠ জুনিয়ার জাতীয় খোখো প্রতিযোগিতা। সেই সময় মাত্র সাতটি টিম অংশগ্রহণ করেছিল। বর্তমানে আন্তর্জিতক স্তরে উন্নিত হয়েছে এই খেলা। সম্প্রতি জানুয়ারি মাসে দিল্লিতে ওয়ার্ল্ড কাপ খো খো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বের ২৮টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল। ১৯৭৩ সালের পর থেকে দুর্গাপুরে অন্যান্য খেলার পাশাপাশি ভারতের এই নিজস্ব খেলাটি (খো খো) স্থান করে নিয়েছে।

রবিবার দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এই টুর্নামেন্টের বিষয়ে জানায় পশ্চিম বর্ধমান জেলা খো খো অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্টটি সফল করতে ও ভারতীয় এই খেলাটিকে বর্তমান প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলতে দুর্গাপুরবাসীকে আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments