সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– দামোদর স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল আসানসোলের এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের ভুতনাথ মন্দিরের কাছে। মৃত যুবকের নাম অনুরাগ শর্মা (২২)। সে আসানসোল দক্ষিণ থানার গরাই রোডের চেলিডাঙ্গার নজরুল পল্লীর বাসিন্দা ছিল।
জানা গেছে রবিবার ছুটির দিনে অনুরাগ তার সাত আট জন বন্ধুর সঙ্গে বার্নপুরের ভুতনাথ মন্দিরের অদূরে দামোদর এলাকায় ঘুরতে গিয়েছিল। দুপুরের দিকে সকলে নদীতে স্নান করতে নামে। অনুরাগের বন্ধুদের দাবি সেই সময় হঠাৎ জলে তলিয়ে যায় তাদের বন্ধু। তাঁদের চিৎসাকে স্থানীয়রা ছুটে যায় কিন্তু অনুরাগকে উদ্ধার করতে অসমর্থ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। বার্নপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্য়ে তল্লাশি চালায় এবং কয়েক ঘণ্টার মধ্যেই অনুরাগকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও যুবকের পরিজন ফের তাকে আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রসঙ্গতঃ, দিন দশেক আগে বার্নপুরের ভুতনাথ মন্দির সংলগ্ন এলাকায় দামোদরে একই ঘটনা ঘটেছিলো। সেই ঘটনায় একইভাবে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিলো বার্নপুরের নরসিংবাঁধ এলাকার বাসিন্দা দুই কিশোরের।





