eaibanglai
Homeএই বাংলায়উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় বাঁকুড়ার দুই কৃতী

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় বাঁকুড়ার দুই কৃতী

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বুধবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছে ৭২ জন পড়ুয়া। ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়ে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। অন্যদিকে বাঁকুড়া থেকে দুজন কৃতী ছাত্র ছাত্রী এই মেধা তালিকায় স্থান করে নিয়েছে। চতুর্থ স্থানে রয়েছে সোনামুখী গার্লস হাই স্কুল সৃজিতা ঘোষাল, তার প্রাপ্ত নম্বর ৪৯৪। এর পাশাপাশি মেধা তালিকার ষষ্ঠ স্থানেও স্থান করে নিয়েছে জেলার আরেক কৃতী ছাত্র,অয়ন কুণ্ডু, তার প্রাপ্ত নম্বর ৪৯২।

মেধা তালিকায় চতুর্থ স্থান পাওয়া সৃজিতা এবছর মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। শতাংশের হিসেবে তার নম্বর ৯৮.৮। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় স্থান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সৃজিতা। সৃজিতা জানায় পড়শুনার পাশাপাশি সে আঁকা, গান করা ইত্য়াদি ভালোবাসলেও মাধ্যমিকের পর দুবছর শুধু পড়াশুনার জন্যই সময় দিয়েছে সে।

অন্যদিকে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্র অয়ন জানায় ভালো পরীক্ষা হয়েছিল। এর আগে মাধ্যমিকে দুনম্বরের জন্য মেধা তালিকায় স্থান হয়নি। এবার সেই সাফল্য আসায় স্বভাবতই খুশি সে। আপাতত ইঞ্জিনিয়ারিং নিয়ে দেশের কোনো আইআইটিতে পড়ার ইচ্ছা তার। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ও ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে সে। প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি।

গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। এবারে উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments