নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিল দুর্গাপুর মহকুমার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পানশিউলি গ্রামের মেয়ে শ্রীপর্ণা মন্ডল। কৃষক পরিবারের মেয়ে শ্রীপর্ণা বরাবরই ছাত্রী হিসেবে মেধাবী। মাধ্যমিকে মাত্র ১ নম্বরের জন্য মেধা তালিকায় স্থান মেলেনি। অবশেষে উচ্চমাধ্যমিকে এসে সেই স্বপ্ন পূরণ হল।
৫০০-এর মধ্যে শ্রীপর্ণার প্রাপ্ত নম্বর ৪৮৮। বাংলায় ৯১, ইংরেজিতে ৯৯, ফিজিক্সে ৯৯, কেমিস্ট্রিতে ৯৩, বায়োলজিতে ৯৭, এবং গণিতে ১০০ পয়েছে সে। যদিও শ্রীপর্ণা জানায় সে আরো একটু ভালো ফল আশা করেছিল। তবে মেধা তালিকায় স্থান করতে পেরে খুশি সে। পড়াশোনা ছাড়া ছবি আঁকতে ও সিনেমা দেখতে ভালোলাগে বলে জানায় শ্রীপর্ণা। ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজের সেবা করার ইচ্ছে তার।
মেয়ের সাফল্যে গর্বিত বাবা সৌম্য মন্ডল। করোনায় জীবন বীমার এজেন্টের কাজ হারিয়ে জমিতে লাঙল ধরেন জীবন ধারণের জন্য । তবে চাষবাসের পাশাপাশি এলাকার গৃহ শিক্ষক হিসেবেও পরিচিত তিনি। এদিন তিনি জানান, মেয়ে প্রায় ১০ঘণ্টা পড়াশোনা করতো। আমি নিজেও মেয়েকে সময় দিতাম। অন্যদিকে মেয়ের সাফল্যে আনন্দে আত্মহারা মা অর্চনা মন্ডল বলেন,”আমার তো খুব খুশি হচ্ছে। টিউশন বলতে ওর সেইরকম ছিল না, বাবাই পড়াতো।”
শুধু শ্রীপর্ণার বাবা-মা নন, তার এই সাফল্যে গর্বিত গোটা এলাকায় মানুষ। এদিন এলাকার পঞ্চায়েত প্রধান, তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তাকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান।





