eaibanglai
Homeএই বাংলায়'অপারেশন সিঁদুর'-এর পর তল্লাশি, মক ড্রিল

‘অপারেশন সিঁদুর’-এর পর তল্লাশি, মক ড্রিল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর ঘটনার প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে পাকিস্থানের মাটিতে লালিত পালিত একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। মঙ্গলবার ভোর রাতে ওই অপারেশনের পর বুধবার সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দেশজুড়ে হাই এলার্ট জারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাই এলার্ট জারি করে দেশের সমস্ত রেল স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল জায়গাগুলি সুরক্ষার নির্দেশ দেওয়া হয়। এরপরই রাজ্য জুড়ে শুরু হয় তৎপরতা। আর সেই ছবি ধরা পড়ে আসানসোলের বার্নপুরে।

এদিন আরপিএফ পোস্ট বার্নপুরের এ কে গরাইয়ের নেতৃত্বে আরপিএফ, বার্নপুর রেল পুলিশ বা জিআরপি, বার্নপুরের স্টেশন মাস্টারের তত্ত্বাবধানে স্টেশনের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। বার্নপুর স্টেশনের আপ-ডাউন প্ল্যাটফর্ম , চলাচলকারী এলাকা, পার্কিং, নো পার্কিং এলাকা এবং ইয়ার্ড এলাকায় রুটমার্চ করা হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে তাদের সঙ্গে কথা বলে মতামত নেওয়া হয়। এর পাশাপাশি আরপিএফ পোস্ট বার্নপুরের পোস্ট কমান্ডারের তত্ত্বাবধানে এবং বার্নপুর স্টেশন এবং ইয়ার্ড এলাকায় যৌথ নাশকতা বিরোধী তল্লাশি চালানো হয়। তবে তল্লাশি চলাকালীন কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায় নি।

এর পাশাপাশি যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কীভাবে নিজের ও অপরের সুরক্ষার ব্যবস্থা করতে হবে সে বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে মক ড্রিলেরও ব্যবস্থা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments