eaibanglai
Homeএই বাংলায়'বাড়ি থেকে পালিয়ে', আসানসোলে উদ্ধার নাবালক

‘বাড়ি থেকে পালিয়ে’, আসানসোলে উদ্ধার নাবালক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে আসানসোলে। বার্নপুর স্টেশনের পুরুলিয়া – আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন থেকে ১১ বছর বয়সী ঝাড়খণ্ডের নাবালককে উদ্ধার করল আরপিএফ। পরে তাকে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়।

ঘটনা সূত্রে জানা যায় গতকাল ‘অপারেশ সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনার পাকিস্তানে প্রত্যাঘাত করার পর দেশজুড়ে হাই এলার্ট জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। জনবহুল এলাকাগুলিতে সুরক্ষা নিশ্চিত করতে তল্লাশি ও নজরদারি শুরু হয়। সেই কর্মসূচি অনুসারে এদিন বার্নপুরে স্টেশনে তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফের জওয়ানরা। এদিন বিকেলে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পুরুলিয়া – আসানসোল মেমু প্যাসেঞ্জার পৌঁছলে ওই ট্রেনেও তল্লাশি শুরু হয়। সেই সময় এক আরপিএফ আধিকারিক ইঞ্জিনের পরের কোচে ওই নাবলককে ভীত ও নার্ভস হয়ে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে নাবালক জানায় তার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর থানার বিরনিয়া গ্রামে। সে তার বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে ।

এরপরই ওই নাবালককে উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়া হয় ও তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি খবর দেওয়া হয় আসানসোলের শিশু কল্যাণ কমিটিকে। পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই নাবালককে শিশু কল্যাণ কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments