নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর আশীষ মার্কেট সংলগ্ন মুক্তাঙ্গনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করলেন স্থানীয় ‘দশের ঐক্যতান’ সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন আমন্ত্রিত শিল্পী ঋতুকণা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায়, উত্তম লাহা, অশেষ মিত্র প্রমুখ। এছাড়াও সংস্থার পক্ষ থেকে গান গাইলেন তাপসী মজুমদার ও অন্যান্যরা। আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমেও তাঁরা উপস্থিত দর্শকদের আনন্দ দেন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্জুন কর্মকার এবং রঞ্জিতা মুখোপাধ্যায়।





