সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আসানসোলের সালানপুর থানা এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয় সুরজিৎ বাউরি নামে এক বছর ২৬-এর যুবকের, স্থানীয় ডাঙাল পাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায় এদিন দুপুর নাগাদ একটি বাইকে করে তিন যুবক রূপনারায়ানপুর দিক থেকে সামডির দিকে যাচ্ছিল। পথে সালানপুর থানার অন্তর্গত ডাবর কোলিয়ারি থেকে রাধা বল্লবপুর যাবার রাস্তার ধারে দুর্ঘটনার কবলে পরে যুবকদের বাইকটি। বাইকটি ছিটকে রাস্তার ধারে পড়ে। তাতে বাইকে থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকরে। বাকি দুই যুবকও আহত হন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশ। যদিও স্থানীয় মৃতের পরিজনেরা কিছুক্ষন পথ অবরোধ করে রাখে।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
তবে কীকরে বাইকটি রাস্তার ধরে ছিটকে পড়ল তা জানা যায়নি। স্থানীয়রাও দুর্ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।





