eaibanglai
Homeএই বাংলায়ভাড়ায় নেওয়ার নাম করে বিক্রি, ধৃত ১, উদ্ধার ৭টি ট্রাক্টর

ভাড়ায় নেওয়ার নাম করে বিক্রি, ধৃত ১, উদ্ধার ৭টি ট্রাক্টর

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিভিন্ন জনের কাছ থেকে ট্রাক্টর ভাড়া নেওয়ার নাম করে তা অন্য়ত্র বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে সাতটি ট্রাক্টর। ধৃত ব্যক্তির নাম সুমিত কুমার,বাড়ি জামুড়িয়া থানার শ্রীপুরে। রবিবার জামুড়িয়া থানায় এক সাংবাদিক করে পুরো বিষয়টি সামনে আনেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস।

জানা যায় জামুড়িয়ার বাড়ুল গ্রামের বাসিন্দা আশীষ কুমার মন্ডল তাঁর ট্রাক্টর শ্রীপুরের বাসিন্দা সুমিত কুমারকে ভাড়া দিয়েছিলেন ১২ হাজার টাকা চুক্তিতে। কিন্তু সেই চুক্তি অনুসারে আশীষবাবু সুমিতের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে ফিরিয়ে দেয়। শেষবার গত মার্চ মাসে টাকা চাইতে গেলে সুমিত তাকে বলে ট্রাক্টর চুরি হয়ে গেছে। এরপরেই গোটা ঘটনাটি জানিয়ে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন আশীষবাবু।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গত ৮ মে সুমিত কুমারকে গ্রেফতার করে এবং রিমান্ডে নেয়। এরপর তাকে জেরা করে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি কারখানায় ভাড়া খাটানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ট্রাক্টর ভাড়া নিতো। পরে জাল কাগজ তৈরি সেই ট্রাক্টর অন্য কাউকে বিক্রি করে দিতো। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ৭টি ট্রাক্টরও উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে ৬টি উদ্ধার করা হয় জেলারই বিভিন্ন জায়গা থেকে। একটি উদ্ধার হয় ঝাড়খণ্ড থেকে।

এইভাবে আরো গাড়ি হাতিয়ে বিক্রি করা হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। রিমান্ড শেষে সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও তদন্ত করবে পুলিশ।

এদিনের সাংবাদিক বৈঠকে ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি ( সেন্ট্রাল ২) বিমান কুমার মির্ধা, সি আই সুশান্ত কুমার চট্টোপাধ্যায়, জামুড়িয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর সহ জামুড়িয়া থানার পুলিশ আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments