সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বাসের ধাক্কায় গুরুতর জখম এক ইঞ্জিন ভ্যান চালক। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষেভ স্থানীয়দের।
জানা গেছে এদিন দুপুরে পাঁচমুড়ার থেকে বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। পথে রাজ্য সড়কের গোড়াবাড়ি গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জন গোড়াবাড়ি গ্রামের বাসিন্দা রামাপদ বাউরী নামে ওই ভ্যানচালক। আহত ওই ভ্যান চালককে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বেশ কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজের কাজ চলায় ট্রাফিক পুলিশের তরফ থেকে ওখানে একটি চেকিং ব্যবস্থা করা হয়েছে। সেখানে গাড়ি আটকে ট্রাফিক পুলিশ টাকা নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ পুলিশ গাড়ি আটকে পয়সা নেওয়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ছে এবং দুর্ঘটনা ঘটছে। গ্রামবাসীদের দাবি দ্রুত এই জায়গা থেকে পুলিশি নাকা তল্লাশি সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে,নইলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।





