নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর কালচারাল সোসাইটির উদ্যোগে সাড়ম্বরে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হলো ১১ই মে সন্ধ্যায়, ইস্পাত নগরীর ইনস্টিটিউট অফ এঞ্জিনিয়ার্স এর সভাগৃহে। আয়োজক সংস্থার সঙ্গে সহযোগী হিসেবে অংশ নেন – দুর্গাপুর রম্যবীণা, শ্রুতি রঙ্গম, একত্র, দ্য ভয়েস, সরগম কলাকেন্দ্র, সুর ও ছন্দম, নৃত্যাঞ্জলি ডান্স একাডেমী,পঞ্চমসওয়ারি ইত্যাদি সাংস্কৃতিক সংস্থাগুলি। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে ছিল সুমিতা রাহুত,ঋতুকণা ভৌমিক, জোনাকি মজুমদার,হৈমন্তী বন্দোপাধ্যায়,প্রিয়াঙ্কা মন্ডল, মিলি পান্ডা, মনীষা সরকার,প্রসেনজিৎ চক্রবর্তী, অনিন্দ্য মিত্র প্রমূখ শিল্পী পরিবেশিত সংগীত, যোজন দা(নির্মল নাগ), মধুমিতা চট্টরাজ, সুমনা চৌধুরী,শ্রুতি মুখোপাধ্যায় প্রমুখের নৃত্য, ‘একত্র’ সংস্থার গাওয়া সম্মেলক সংগীত ইত্যাদি। যন্ত্রসংগীত সহযোগিতায় যথাযথ ভূমিকা পালন করেন – উদয় শংকর বিশ্বাস, বুদ্ধদেব দাস, সুদীপ দাস প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় যথাযথ ছিলেন – কাকলি রায় ও সুমনা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক বিশ্বজিৎ হালদার,উভয়কে সংগঠকদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন দেবাশীষ চৌধুরী।





