eaibanglai
Homeদক্ষিণ বাংলাদুর্গাপুরে অম্বুজায় তীব্র জলকষ্ট, পৌরনিগমের বিরুদ্ধে ক্ষোভ

দুর্গাপুরে অম্বুজায় তীব্র জলকষ্ট, পৌরনিগমের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ তীব্র জলকষ্টে জেরবার দুর্গাপুরের অন্যতম বিত্তশালী এলাকা হিসেবে পরিচিত সিটিসেন্টার লাগোয়া অম্বুজা। গত কয়েকদিন ধরে পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ না হওয়ায় ব্যাপক সমস্যায় এলাকাবাসী। তাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই দুর্গাপুর নগর নিগমের তরফে অম্বুজা এলাকায় জল সরবরাহ কমিয়ে দেওয়া হয় কোনও আগাম নোটিশ ছাড়ায়। একদিন, দুদিন নয় টানা বেশ কয়েকদিন ধরে এই সমস্যার জেরে উৎসবের মরসুমে ব্যাপক জল সংকটের মধ্যে অম্বুজাবাসী। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নূন্যতম পানীয় জল সরবরাহ করার ফলে বাড়ির রিজার্ভার ভর্তিও হচ্ছে না। ফলে দিনের পর দিন বাইরে থেকে ট্যাঙ্কার প্রতি ১২০০ টাকার বিনিময়ে জল কিনতে বাধ্য হচ্ছেন তারা। এরকম পরিস্থিতিতে কবে জলের জোগান স্বাভাবিক হবে সে নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। তাদের আরও অভিযোগ, একেই দীপাবলির উৎসব তার ওপরে সামনেই ভাই ফোঁটার মতো বড় উৎসব। এরকম পরিস্থিতিতে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। যদিও জল সরবরাহ কবে স্বাভাবিক হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারে নি দুর্গাপুর পৌরনিগম, উল্টে অভিযোগ জানাতে গেলে স্থানীয় নেতাদের পাল্টা হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments