eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিক পরীক্ষার্থীদের কোচিং ক্লাসে চক হাতে ওসি

মাধ্যমিক পরীক্ষার্থীদের কোচিং ক্লাসে চক হাতে ওসি

সংবাদদাতা,বাঁকুড়াঃ– রাজ্য সরকারি স্কুলগুলিতে ইতিমধ্যে গরমের ছুটি পড়ে গেছে। আর এই ছুটির মধ্যে বাঁকুড়ার ইন্দপুরেরই শালকাপ রঘুনাথপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ পাইন ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কুলে ‘স্পেশ্যাল কোচিং’ এর ব্যবস্থা করেছেন। যেখানে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা সুযোগ মতো শিক্ষাদান করছেন। এই খবর পেয়েই এগিয়ে এসেছেন ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ।

হাজারো ব্যস্ততা আর দায়িত্বের মধ্যেই সময় করে স্কুলে কোচিংয়ে পৌঁছে যান ওসি মনোরঞ্জন নাগ। গায়ে পুলিশ উর্দি আর হাতে চক ডাস্টার। আর এই ব্যতিক্রমী ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শালকাপ রঘুনাথপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ পাইন বলেন, “নানা স্কুলের শিক্ষক, অনেক প্রাক্তন পড়ুয়া এই স্পেশাল কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই খবর পেয়ে নিজেই যোগাযোগ করেছিলেন ওসি মনোরঞ্জন নাগ। এত ব্যস্ততার মাঝে সময় বের করার জন্য ওঁকে অনেক ধন্যবাদ।ঠ

জানা গেছে মাত্র বছর দেড়েক আগে ইন্দপুর থানায় ওসি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন মনোরঞ্জনবাবু। এরই মধ্যে স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তিনি। ইন্দপুরের মানুষজন জানাচ্ছেন শুধু শিক্ষা দানই নয়, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন ওসি। এমনকি স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাজকল্যাণ, সচেতনতা, আনন্দোৎসব সমস্ত ক্ষেত্রেই এগিয়ে এসে উৎসাহ দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments