eaibanglai
Homeএই বাংলায়শতকন্ঠে সলিল শতবর্ষ

শতকন্ঠে সলিল শতবর্ষ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন করছেন সারাদেশের সংগীত প্রিয় মানুষ এবং অসংখ্য সংগীত সংস্থা মহা সমারোহে।

১৭ই মে সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ‘সঙ্গীতম’ সঙ্গীত সংস্থার উদ্যোগে, শিরোনাম ছিল শতকন্ঠে সলিল স্মরণ। শিশু থেকে পূর্ণবয়স্ক শিল্পীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে অনুষ্ঠান নিবেদিত হলো শতাধিক কণ্ঠশিল্পীর অংশগ্রহণে। ছিল একক সংগীতের ব্যবস্থাও। শুভম হালদার,সুমিতা রাহুত,অর্ণব চ্যাটার্জী, মধুমিতা মিত্র,সুব্রত মুখার্জি,পঙ্কজ শ্রীবাস্তব, সোমা ঘোষাল প্রমুখ বেশ কয়েকজন শিল্পী একক সংগীতে অংশ নেন। শুরুতে ৪০ জন শিশু কিশোর বয়সী শিল্পী সমবেতভাবে সংগীত পরিবেশন করবার পরে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন সঙ্গীতম এর কর্ণধার বিমল মিত্র, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,গৌতম দত্ত,সমাজসেবী সুদেব রায় প্রমুখ ও বিশিষ্ট জনেরা। সর্বাধিক চিত্তাকর্ষক অনুষ্ঠান ছিল তিনটি গ্যালারিতে উপবিষ্ট প্রায় ১০০ জন কণ্ঠশিল্পীর সম্মেলক সংগীত নিবেদন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিতা চৌধুরী,দেবদাস সেন, সজল দাশগুপ্ত এবং রঞ্জিত কুমার। পরিচালনার কৃতিত্ব অবশ্যই বিমল মিত্রের প্রাপ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments