eaibanglai
Homeএই বাংলায়বৌদ্ধ ধর্ম অনুযায়ী চরম সত্য কী? কী বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ?

বৌদ্ধ ধর্ম অনুযায়ী চরম সত্য কী? কী বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ?

সঙ্গীতা চৌধুরীঃ- একজন প্রশ্ন করেন,“বুদ্ধ বলেছেন নির্বাণ ও নিরাত্মা। তাহলে কি চরম সত্যে আমি থাকি না?” এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেন যে, বুদ্ধ যে নিরাত্মার কথা বলেছেন সেটা জীবাত্মা। চরম সত্য বা মুক্তিতে আপনি নিজের জীবাত্মা ছেড়ে পরমাত্মায় স্থিত হন। চরম সত্য যদি “সর্ব শূণ্য” হয় তবে নির্বাণ লাভ করে বুদ্ধ তো শূণ্যে মিলিয়ে যেতেন, এ জগতে উপদেশ দিতে ফিরতেন না। বেদান্ত সেজন্য “শূণ্য” না বলে “পূর্ণ” শব্দটি ব্যবহার করেছে এবং এজন্য বেদান্ত উদাহরণ দিয়ে বলেছে স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি’র কথা। স্বপ্নে আপনি নিজেকে যেভাবে অনুভব করেন, জেগে উঠে তা থেকে অন্য ভাবে অনুভব হয়। স্বপ্নের “আপনি” জেগে উঠে মিলিয়ে যান, অন্য আপনি কাজ শুরু করেন। ঠিক তেমনি চরম সত্য লাভ করলে আপনার “আমি”র জীবভাব মিলিয়ে যায়, জেগে ওঠে পরমাত্মা, আপনার প্রকৃত,”আমি”।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments