সঙ্গীতা কর, উলুবেড়িয়া, হাওড়া-: ১৯৭২ সাল থেকে বন্যপ্রাণী সুরক্ষা আইন থাকলেও কার্যত তাকে উপেক্ষা করে নির্বিচারে বন্যপ্রাণী হত্যা চলছে। বিশেষ বিশেষ দিনে এই শিকার বা বন্যপ্রাণী হত্যা বেড়ে যায়। এরফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ফলহারিণী কালীপূজা উপলক্ষ্যে উলুবেড়িয়ার শিল্পবিকাশ কেন্দ্রে হাওড়া জেলা বনদপ্তর বন্যপ্রাণী শিকার প্রতিরোধ সংক্রান্ত একটি সভার আহ্বান করে। মূল লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা এবং কেউ যদি বন্যপ্রাণী হত্যা করতে উদ্যত হয় সেটা প্রতিরোধ করা।
এই সভায় সভাপতিত্ব করেন হাওড়া জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু। সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা বনঅধিকর্তা, রেঞ্জার রাজেশ মুখার্জি, জিআরপি অধিকর্তা, আরপিএফ অধিকর্তা, হাওড়া জেলা পুলিশ, পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, হাওড়া জেলা সদস্যা বুলা রাণী মন্ডল ও বাগনান ১-নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সেখ বান্টি সহ আরও অনেকে।
মানস বাবু বলেন, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এবং বন্যপ্রাণী হত্যা প্রতিরোধ করতে আগামী ২৬ মে থেকে ২৮ মে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী শিকার প্রতিরোধ সংক্রান্ত সভার আয়োজন করা হবে। তিনি নিজেও প্রতিটি সভায় উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। সভাগুলি সফল করার জন্য তিনি স্থানীয় জনগণকে আহ্বান জানান।
পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন- আগামী ২৩ শে মে বাকসী রূপনারায়ন নদীতে যারা নৌকা চালায় তাদের সচেতন করার জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে সফল করার জন্য মধুসূদন বাগ, সৈকত খাঁড়া সহ বেশ কয়েকজন বন্যপ্রাণী প্রেমী উপস্থিত থাকবেন। এবিষয়ে
বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামানিক ও সুদ্ধশীল ঘোষের পরামর্শ গ্রহণ করা হবে। এছাড়া ২৫ শে মে বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেও বন্যপ্রাণী প্রেমীরা উপস্থিত থাকবেন।





