নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ২৪ প্রহরের ধুলোট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কাদা রোড গ্যামন কলোনি এলাকায় । দুই পক্ষের সংঘর্ষে একজনের মাথা ফাটে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরি মন্দির কমিটির বিরুদ্ধে মাথা ফাটানোর অভিযোগ তুলেছেন কমিটিরই এক সদস্য। অন্যদিকে, এলাকার তৃণমূল নেতার দাবি, বিজেপি ও আরএসএস মিলে তাঁদের কর্মীদের মারধর করেছে। তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছে পুজো কমিটি।
জানা গেছে সোমবার দুর্গাপুর থানার কাদারোড গ্যামন কলোনি এলাকায় ২৪ প্রহরের ধুলোট চলছিল। তখনই আচমকা শুরু হয় পুজো কমিটির দুই গোষ্ঠীর মধ্যে বচসা। তারপরেই শুরু হয় হাতাহাতি। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অনিল মুন্ডা নামে হরি মন্দির কমিটির এক সদস্যের মাথায় গুরুতর চোট লাগে। তিনিবলেন,”হরি মন্দির কমিটির ঝামেলা চলছিল। আমি ছাড়াতে গেছিলাম। তখনই আমার মাথা ফাটিয়ে দেয় বেশ কয়েকজন।”
এলাকার তৃণমূল নেতা শ্যামল বাউড়ির বলেন, “বর্তমানে আরএসএস আর বিজেপির কর্মীরা ২৪ প্রহর অনুষ্ঠান পরিচালনা করে। অনিল হরি মন্দির কমিটির একজন সদস্য। তাকে মারধর করা হয়েছে। আমরা দোষীদের শাস্তি চাইছি।” অন্যদিকে হরি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মাহাতো দাবি করেন, “আবির খেলা হচ্ছিল তখনই জুনিয়র সিনিয়রদের মধ্যে ঠেলাঠেলি হয়। সেই নিয়েই এই ঝামেলা। এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই।”





