eaibanglai
Homeএই বাংলায়কাজী রেজাউল করিমের স্মরণে শিল্প-সাহিত্যের নিবেদন

কাজী রেজাউল করিমের স্মরণে শিল্প-সাহিত্যের নিবেদন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- কবি, সাহিত্যিক, নাট্যকার ও আবৃত্তিকার কাজী রেজাউল করিমের স্মৃতিতে এক হৃদয়স্পর্শী স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হল আগামী ১৭ ই মে দুর্গাপুরের বিপিনচন্দ্র পাল সভাগৃহে। চুরুলিয়া দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নৃত্য ও স্মৃতিচারণার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।কাজী রেজাউল করিম ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র। পাশাপাশি তিনি চুরুলিয়া নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব। চলতি বছরের ২৯ মার্চ তিনি পরলোকগমন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ও ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজী, বিশিষ্ট সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ বহু সাংস্কৃতিক ও সাহিত্যিক ব্যক্তিত্ব। তাঁদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক গম্ভীর ও শ্রদ্ধাঞ্জলিমূলক মিলনমেলা।অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শিল্পীরা কবির স্মৃতিকে ঘিরে সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে তুলে ধরেন তাঁর সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান। স্থানীয় মানুষের বিপুল অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments