নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পুলিশ। এক দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী।
প্রসঙ্গত কোকোওভেন থানা এলাকার রেল কলোনির বাসিন্দা রেলকর্মী অনিল কুমার কিছুদিন আগে বিহারের সাসারামে নিজের বাড়িতে গিয়েছিলেন। গত ১৬ মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের দরজার তালা ভাঙা, আলমারী ভেঙে সেখানে থাকা সোনা ও রুপোর কিছু গহনা ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। তিনি কোক ওভেন থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে কোক ওভেন থানার পুলিশ এবং এলাকায় নজরদারী শুরু করে।
ওই দিনই রাতেই দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বাদশা খান নামে এক যুবক গ্রেফতার করে পুলিশ এবং আদালতে পেশ করে তিন দিনের হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদা শুরু করে। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করে নেয় সেই রেল কলোনিতে চুরির ঘটনা ঘটিয়েছে এবং তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশি। সেখানে ওই যুবকের বাইকের ডিকি থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়।
মঙ্গলবার ধৃতকে ফের মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।





