সংবাদদাতা,বাঁকুড়াঃ– কাঁচা বাড়িতে বাজ পড়ে মৃত্যু হল এক ১২ বছরের নাবালিকার। মর্মান্তিক দুর্ঘটনায় ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার পচাপাথর গ্রামে। দুর্ঘটনায় জখম হয়েছেন নাবালিকার বাবা।
প্রসঙ্গত সোমবার রাতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়। অ্যাসবেস্টারের ছাউনী দেওয়া কাঁচা বাড়িতে তখন বাবা ও এক সম্পর্কিত ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাচ্ছিল বছর ১২ ওই নাবালিকা। সেই সময় হঠাৎ করে ঘরের মধ্যে বাজ পড়ে। নাবালিকার বাবা প্রশান্ত গড়াই জানান, আচমকাই প্রবল বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। বাড়ির পাশে একটি গাছে বজ্রপাত হয়। গাছটি ফেটে চৌচির হয়ে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। তিনিও জখম হন। প্রাথমিক ঘোর কাটতেই তিনি দেখেন তাঁর পাশে শুয়ে থাকা মেয়ের শরীর নিথর হয়ে গেছে। দ্রুত গাড়ি ডেকে মেয়েকে নিয়ে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পেশায় ইঞ্জিন ভ্যান চালক প্রশান্ত গরাইয়ের আক্ষেপ একটা পাকা বাড়ি থাকলে অকালে তার মেয়েটা চলে যেত না। তাঁর দাবি বারংবার পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতিও মিলেছিল। কিন্তু আবাস যোজনার তালিকায় ঠাঁই হয়নি তাঁর।
অন্যদিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ।





