জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: গত ১৯ শে মে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান গুসকরা পুরসভার বাসিন্দা পেশায় লটারি টিকিট বিক্রেতা প্রদীপ দাস। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার মৃত্যুতে অসহায় অবস্থায় পড়ে যায় মৃত প্রদীপ বাবুর পরিবারের সদস্যরা। তাদের অসহায় অবস্থার কথা ভেবে পরিবারটির পাশে এসে দাঁড়ান আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার ও গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী। পরিবারের সদস্যদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠরত প্রদীপ বাবুর পুত্র সুদীপের পড়াশোনার সমস্ত খরচ বহন করার পাশাপাশি সর্বদা পরিবারের পাশে থাকার ব্যাপারে তারা আশ্বাস দেন।
প্রসঙ্গত প্রদীপ বাবুর দাহ সহ অন্যান্য খরচ পুরসভার পক্ষ থেকে বহন করা হয়। বিধায়ক বললেন, আমার এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক কর্তব্য। আমি সেই কর্তব্য পালন করার চেষ্টা করেছি। অন্যদিকে কুশল বাবু বললেন, পরিবারটির পাশে থাকার জন্য আমরা দায়বদ্ধ। ছেলেটির পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের।





