সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- খোলামুখ কয়লা খনিতে অবৈধ খনন করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের চরণপুর ওসিপি (ওপেন কাস্ট প্রোজেক্ট)-তে। মৃত দুই ব্যক্তি চরণপুরের মেজিয়াবেড়ের বাসিন্দা গৌরব বাউরি (৪৩) ও কাশিডাঙা উপর পাড়ার বাসিন্দা সাধন বাউরি (৩০)।
মৃত দুই পরিবারের সদস্যদের দাবি গত বৃহস্পতিবার রাতে ঘরের ব্যবহারের জন্য কয়লা সংগ্রহ করতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি। সেই সময় হঠাৎ ধস নেমে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অন্যদিকে এই ঘটনায় ইসিএল-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কীভাবে অবৈধ কয়লা খনন করতে ঢুকলেন ওই দুই ব্যক্তি তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ খনন দীর্ঘদিন ধরে চললেও কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করে। এমনকী, কেউ কেউ মনে করেন, এর পিছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকতে পারে।
প্রসঙ্গত চরণপুরে এই দুর্ঘটনা প্রথম নয়। অতীতেও অবৈধ খননের ফলে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবারই তদন্তের নামে ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া ছাড় কিছু করেনি ইসিএল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ।
ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয়দের আশঙ্কা এটিও আরেকটি ফাইলবন্দি তদন্ত হয়ে থেমে যাবে।





