সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: মাত্র কয়েকদিন আগেই গুসকরা শহরের বুকে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। পরবর্তী কিছু ঘটনা শহরবাসীর একটা বড় অংশের মনকে নাড়া দিয়ে গেছে। এদিকে লোকসংখ্যা ও তার সঙ্গে পাল্লা দিয়ে যানবাহন সংখ্যা বাড়লেও স্বাভাবিক কারণেই গুসকরা শহরের আয়তন বাড়ছেনা। এছাড়া পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ দৈনন্দিন নানান কাজে গুসকরা শহরে আসছে। যেহারে বেকার সংখ্যা বাড়ছে তাতে শহরে টোটোর সংখ্যা বাড়লেও মানবিক কারণে সেগুলি বন্ধ করা যাচ্ছেনা। জায়গার অভাবে নাই কোনো নির্দিষ্ট টোটো স্ট্যান্ড। ওদিকে একদল ব্যবসাদার ফুটপাত দখল করে ব্যবসা করতে শুরু করায় রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। চরম সমস্যায় পড়ছে পথচারীরা। ফলে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে এবং যাকে কেন্দ্র করে ক্ষোভও বাড়ছে।
উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করার জন্য গুসকরা পুরসভার পক্ষ থেকে পুরসভার সেমিনার হলে একটি উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, গুসকরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বনাথ দাস, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত শ্যাম, উৎপল লাহা, কয়েকজন ব্যবসায়ী এবং পুরপ্রধান কুশল মুখার্জ্জী সহ বেশ কয়েকজন কাউন্সিলার।
কয়েকদিন আগে শহরের বুকে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ বিকৃত খবর পরিবেশন করার জন্য পুরপ্রধান কুশল মুখার্জ্জী উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন এটা কখনোই কাম্য নয়। তার আশা শহরের উন্নতির জন্য প্রত্যেকেই সচেতন হবেন।





