সংবাদদাতা,আসানসোলঃ- স্যোশাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করল আসানসোলের বারাবনি থানার পুলিশ। জানা যায় বারাবনি পঞ্চায়েতের কাঁঠালতলা এলাকার বাসিন্দা ওই যুবক বেশ কিছুদিন ধরে ফেসবুকে ভারতের বিরুদ্ধে নানা ধরণের বিতর্কিত ছবি পোস্ট করছিল। অভিযোগ পেয়ে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত পেহেলগাও জঙ্গি হামলার প্রতিবাদে সম্প্রতি “অপারেশন সিঁদুর”এর মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। স্থানীয়দের দাবি এই যুদ্ধ পরিস্থিতিতে সারা দেশ যখন একজোট হয়ে পাকিস্তানের হামলার রুখে দেওয়া ভারতের দেশের বীর জওয়ানদের পাশে দাঁড়িয়েছে তখন কেউ কেউ দেশ বিরোধী পোস্ট করে দেশবাসীর সেই একতা ভঙ্গ করার চেষ্টা করছে। এরকম ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।





