eaibanglai
Homeদক্ষিণ বাংলাবুদবুদের কোটা গ্রামে ভেলা ভাসান উৎসব

বুদবুদের কোটা গ্রামে ভেলা ভাসান উৎসব

নিজস্ব প্রতিনিধি, পানাগড়ঃ কালীপুজো শেষে ভেলা ভাসানো উৎসবকে কেন্দ্র করে মেতে উঠলো বুদবুদের কোটা গ্রামের মানুষ। শুক্রবার প্রাচীন এই উৎসবের শুভ সূচনা করেন আউশগ্রামের বিধায়ক অভেনন্দ খান্দার। এই উৎসবকে কেন্দ্র করে মেলা বসে চারদিন ধরে। গ্রামের মানুষরা জানান, প্রায় ২৫০ বছর আগে গ্রামের মানুষ স্বপ্নাদেশ পান মায়ের মূর্তি বিসর্জনের সময় ভেলায় করে বিসর্জন দেবার। সেই থেকে গ্রামের পুকুরে সমস্ত কালীমূর্তি বিসর্জন দেওয়া হয়। জানা গেছে, গ্রামের সমস্ত জায়গায় পুজো শেষে সমস্ত প্রতিমা এক জায়গায় এনে পুকুরে ভেলা ভাসিয়ে সারা পুকুর প্রদক্ষিণ করা হয়। আর এই ভেলা ভাসানকে কেন্দ্র করে মানুষের ঢল নামে কোটা গ্রামে। প্রতি বছর ভাই ফোটার দিন বিকাল থেকে ভাসান শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments