eaibanglai
Homeএই বাংলায়তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় উদযাপিত হল বিদ্রোহী কবির জন্মজয়ন্তী

তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় উদযাপিত হল বিদ্রোহী কবির জন্মজয়ন্তী

অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় যুব আবাস হলে রাজ্য সঙ্গীত “বাংলার মাটি বাংলার জল” পরিবেশনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হলো বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক।

এই অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত বিশিষ্ট অতিথি ও হলভর্তি দর্শকদের উপস্থিতিতে মাল্যদান করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম। উপস্থিত অতিথিরা একে একে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত স্থানীয় শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন। মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য নিজেও সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। মন্ত্রী মলয় ঘটক ও পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পোন্নমবলম এস ছাড়াও জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,এম এম আই সি গুরুদাস চ্যাটার্জী, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, PD DRDC ইন্দ্রদেব ভট্টাচার্য্য, মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, কালচারাল সেক্রেটারী আসানসোল সংস্কৃতি মঞ্চ, দীপক তলাপাত্র, ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, পশ্চিম বর্ধমান, রাজেশ কুমার মন্ডল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী মলয় ঘটক বলেন, “এই মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়ে আমরা কৃতার্থ বোধ করি।”

জেলাশাসক বলেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সব সময় আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন সময় থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর জন্মদিন আমাদের প্রত্যেকের জন্য এক বিশেষ দিন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments