eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে গৃহবধূর বুদ্ধিমত্তা ও সাহসিকতাকে কুর্নিশ জানাল পুলিশ

দুর্গাপুরে গৃহবধূর বুদ্ধিমত্তা ও সাহসিকতাকে কুর্নিশ জানাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গৃহবধূর বুদ্ধিমত্তা ও সাহসিকতার জেরে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনা দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের এফ ২/৮ ইন্দ্রপ্রস্থ কো-অপারেটিভের। আর এই সাহসিকতাকে কুর্শিন জানিয়ে ওই গৃহবধূকে সম্বর্ধনা জানাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এদিন ওই গৃববধূর বাড়িতে গিয়ে তাঁর হাতে ফল, ফুল, মিষ্টি সহ উপহার তুলে দিয়ে অভিনন্দন জানান এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, দুর্গাপুর থানার ভারপাপ্ত আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহন্বিতা মণ্ডল ও সিটিসেন্টার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত বিশ্বাস।

প্রসঙ্গত ইন্দ্রপ্রস্থ কো-অপারেটিভের বাসিন্দা লিপিকা শনিগ্রাহী গত ২২ মে বুধবার দুপুরে লক্ষ্য করেন তাঁর পাশের বাড়ির দরজার তালা ভেঙে দুই দুষ্কৃতী ঘরে ঢোকার চেষ্টা করছে। বিষয়টি নজরে আসতেই তিনি ভয় না পেয়ে বরং ওই দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। তাতে থতমত খেয়ে দুষ্কৃতীরা জাানন ফ্ল্যাটের মালিক ঋণ শোধ করতে পারেননি তাই, তারা ব্যাঙ্ক থেকে এসেছেন বাড়ির দখল নিতে এবং ওই গৃবধূকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এরপরই লিপিকাদেবী ফোন করে আশেপাশের সকলকে বিষয়টি জানাতে শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে তৎক্ষণাৎ চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। ফলে বড়সড় চুরির ঘটনার হাতে থেকে বেঁচে যান প্রতিবেশী।

পরে সিটিসেন্টার ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। তবে তদন্তের পাশাপাশি ওই গৃহবধূর সাহসিকতাকে স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। এদিন এসিপি(দুর্গাপুর) সুবীর রায় জানান, ” ওই মহিলা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা চাই দুষ্কৃতীকর্ম রোধে ভয় না পেয়ে মানুষ এভাবেই আরো এগিয়ে আসুক। তাহলে অপরাধ আটকাতে আমরা আরো বেশি সক্ষম হবো”।

অন্যদিকে পুলিশের তরফে সম্বর্ধনা ও উপহার পেয়ে আপ্লুত লিপিকাদেবী জানান এভাবে সম্বর্ধনা পেয়ে তিনি খুবই আনন্দিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments