সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নির্মীয়মাণ রাস্তার গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জীবন বাউরি (৪৭)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার মিঠানি গ্রামে। ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে, উঠেছে ক্ষতিপূরণের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন বাউরি সালানপুর থানার দেন্দুয়ায় ছোট একটি কারখানায় কাজ করতেন। রবিবার রাতে জ্বালানির জন্য কয়লা আনতে সাইকেল নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। খড়মবাঁধ এলাকায় ঢোকার মুখে নির্মীয়মাণ রাস্তার গর্তে সাইকেল নিয়ে পড়ে যান তিনি। অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁর খোঁজ শুরু করেন এবং গর্তে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এলাকায় পৌঁছলে পুলিশকেও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। পরে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে কোন মতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
প্রসঙ্গত মিঠানি গ্রামে রাস্তা তৈরির কাজ চলছে। আর গ্রামের এই রাস্তা তৈরির জন্য একাধিক গর্ত খোঁড়া হয়েছে এবং রাস্তাটি আড়াআড়িভাবে কাটা হয়েছে যেটি প্রায় ১৫ ফুট গভীর। বৃষ্টি হওয়ায় সেই গর্তে জল জমে ছিল। স্থানীয়দের অভিযোগ নির্মিয়মাণ রাস্তার ওই গর্ত বিপজ্জনক হলেও তা ঘিরে রাখার কোনো ব্যবস্থা করা হয়নি ঠিকা সংস্থার পক্ষ থেকে। তার জেরেই এদিন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছেন স্থানীয়রা।





