সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শিশু পাচারের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে অপারেশন ” আহট”-এর মাধ্যমে বড়সড় সফলতা পেল পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী। গত ৩০ মে শুক্রবার এই অভিযানের একটি বড় সাফল্য মেলে।
এদিন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জসিডি রেল স্টেশনে আরপিএফের কর্মীরা পাঁচ নাবালককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করে। সেই সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে ফেলে রেল সুরক্ষা বাহিনী। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে ধৃতরা জানায় তারা বিহারের বাঁকা জেলার বাসিন্দা। ওই নাবালকদের তামিলনাড়ুতে কাজের জন্যে নিয়ে যাচ্ছিল। জসিডি স্টেশন থেকে পাটনা-এরনাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেসে উঠার পরিকল্পনা ছিল তাদের।
এরপর ধৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া পাঁচ নাবালককে জসিডি জিআরপি বা রেল পুলিশের কাছে হস্তান্তর করে আরপিএফ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৩৭(২) এবং ১৪৩(৫) এবং কিশোর বিচার আইনের ধারা ৭৫/৮১ এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।






		









                                    