নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের খেলাধূলা ও সাংস্কৃতিক পরিমণ্ডলের বিষয়টি মাথায় রেখে দুর্গাপুরের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৭ সাল থেকে শহীদ আশীষ জব্বর ফুটবল টুর্নামেন্ট শুরু করে হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন। মাঝে টুর্নামেন্টটি বন্ধ হয়ে গেলও আবার তা চালু হয়েছে। এবছর অর্থাৎ ২০২৫ সালেও অন্যান্য বছরের মতোই ৮ই জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে দুর্গাপুর ইস্পাত নগরীর লাল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্টটি। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন,দুর্গাপুর শাখা। এছাড়াও জুলাই মাসের ৫ ও ৬ তারিখ ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদ্যাসাগর শিশুশিক্ষা সহায়তা কেন্দ্রের সাহায্যার্থে দুদিন ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সংগঠনটি। যেখানে বিখ্যাত শিল্পীদের গানের অনুষ্ঠানের পাশাপাশি জনপ্রিয় নাটকও অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দুর্গাপুরে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে।
অন্যদিকে আগামী ৯ জুলাই সারা ভারতবর্ষ ব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি। হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন এই ধর্মঘটকে সমর্থন করার পাশাপাশি সদর্থক ভূমিকা নেবে বলে এদিন জানান ইউনিয়নের সভাপতি।





		









                                    