নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ টানা দুমাস, তাসত্বেও মেটেনি পানীয় জলের সংকট। এবার বাধ্য হয়ে প্রতিবাদের রাস্তায় নামলেন দুর্গাপুরের সিটিসেন্টারের অন্যতম বিত্তশালী এলাকা হিসেবে পরিচিতি অম্বুজার বাসিন্দারা। গত ৬ই নভেম্বর আমাদের পোর্টাল এই বাংলায় অম্বুজা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন পানীয় জলের সংকটের খবর প্রথম প্রকাশিত হয়েছিল।
সেইসময় দুর্গাপুর নগর নিগমের তরফেও আশ্বাস দেওয়া হয়েছিল যে দ্রুত জলের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তার পরেও সেই সমস্যার সমাধান না হওয়ায় শনিবার অম্বুজা এলাকার ছায়া শ্রী অ্যাপার্টমেন্টের সমস্ত বাসিন্দারা রাস্তা অবরোধে সামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘ দুমাস ধরে জলের সমস্যা হচ্ছে, কিন্তু নগর নিগমের কোনও ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের আরও অভিযোগ, দিনের পর দিন মোটা টাকা ব্যয় করে ট্যাংকার থেকে জল কিনতে বাধ্য হচ্ছেন তারা। প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ চলে। যদিও এবিষয়ে নগর নিগমের তরফে কোনও বক্তব্য পাওয়া যায় নি।