নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেসরকারি সংস্থা এবিএল-এর অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন ছাড়ার নোটিশ কর্তৃপক্ষের। মাথায় হাত অবসরপ্রাপ্ত কর্মীদের, যাদের বেশীরভাগই প্রবীণ।প্রতিবাদে শনিবার ২৬ নম্বর ওয়ার্ডে বেসরকারি কারখানার ফেসিলিটি ম্যানেজার উজ্জ্বল গাঙ্গুলির অফিসের সামনে প্রতিবাদে সামিল হন এবিএল টাউনশিপে বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীরা।
অবসরপ্রাপ্ত কর্মীরা জানান নোটিশে দাবি করা হয়েছে তারা অবৈধভাবে কোম্পানির আবাসন দখল করে রেখেছেন। জুনের ৩০ তারিখের মধ্যে আবাসন ফাঁকা করে দিতে হবে। ননীগোপাল নন্দী, দীপঙ্কর চ্যাটার্জীরা জানান, কোম্পানী থেকে ১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত ছ’বার ভিআরআস ও ইআরএস প্রকল্পে কর্মীদের অবসর দেওয়া হয়েছে। সেই সময় চুক্ত অনুযায়ী প্রাপ্য টাকার কিছু অংশ কেটে রেখে কোম্পানী অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসনে থাকার অনুমতি দিয়েছিল। এমনকি প্রতি মাসে মেনটেন্সের জন্য নির্দিষ্ট পরিমান টাকাও দিতে হয় তাঁদের। অথচ কর্তৃপক্ষ হঠাৎ করে এখন তাঁদের আবাসনে থাকাকে অবৈধ ঘোষণা করে আবাসন ছাড়ার নোটিশ জারি করেছে। যা কিছুতেই মেনে নেওয়া যায়না।
এদিন এবিএল টাউনশিপের অবসরপ্রাপ্ত কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতেও কাজ না হলে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার হুমকি দিয়েছেন আবাসনের বাসিন্দারা।

















